ভারতে ডেলিভারিম্যান পরিচয়ে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ

SHARE

ভারতে ডেলিভারিম্যান পরিচয়ে বাড়িতে ঢুকে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযুক্ত নিজেকে একটি কুরিয়ার ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দিয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

এছাড়া ওই ধর্ষক তরুণীকে হুমকি দিয়ে তার ফোনে একটি বার্তা রেখে যায়। যাতে সে হুমকি দেয় যে— এই অপরাধের কথা কাউকে জানালে সে ওই তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কন্ডওয়া এলাকায়।

উপ-পুলিশ কমিশনার (জোন ৫) রাজকুমার শিন্ডে জানান, অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে একটি কলম দিতে বলেন একটি ডকুমেন্টে সই করার জন্য। যখন তিনি ঘুরে দাঁড়ান, তখন অভিযুক্ত ব্যক্তি অ্যাপার্টমেন্টে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দেয়।
এরপর কী ঘটেছিল তরুণী সেই বিষয়টি মনে করতে পারছেন না।
তিনি রাত ৮টার দিকে জ্ঞান ফিরে পান এবং তার আত্মীয়দের জানান, যারা পরে পুলিশকে অবহিত করেন।

তদন্তকারীরা সন্দেহ করছেন যে, অভিযুক্ত ব্যক্তি হয়তো কোনো রাসায়নিক স্প্রে বা চেতনানাশক ব্যবহার করে থাকতে পারে যাতে ওই তরুণী অচেতন হয়ে পড়েন। ওই ব্যক্তি তরুণীর ফোন ব্যবহার করে একটি ভীতিকর বার্তা রেখে যায়, যাতে বলা হয় যে, অপরাধের কথা জানালে সে ছবি ফাঁস করে দেবে। সে নাকি তরুণীর ফোন দিয়ে একটি সেলফি তোলে এবং তার ছবি তুলে রাখে বলে দাবি করে, সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
অভিযুক্তের মুখ এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।