পূজায় মুক্তি পাচ্ছে তানজিকা-মৌসুমী-পিয়াদের সিনেমা

SHARE

৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’ সিনেমা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। রাশিদ পলাশ পরিচালিত এ সিনেমাটি আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে বলে জানা গেছে।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।

সিনেমাটির পরিচালক গণমাধ্যমে বলেন, ‘টানা শুটিং করেছিলাম দৌলতদিয়ায়।
সেখানে সবচেয়ে বড় যৌনপল্লীতে আমরা দীর্ঘদিন শুট করেছি। সব অভিনয়শিল্পী সেখানেই ছিলেন। সেখানে যাওয়ার আগে শিল্পীদের মধ্যে একটা সাসপেন্স কাজ করছিল। কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা নিয়ে তারা চিন্তিত ছিলেন।
অভিনয়শিল্পীরা খুব অল্প সময়েই সেখানকার সবার সঙ্গে মিশে যান। সেখানকার মেয়েরা আমার শিল্পীদের অনেক যত্নে রেখেছিলেন। খাবারদাবারের ব্যবস্থা করা থেকে যে পরিমাণ সাহায্য তারা করেছেন সেটা অবাক করার মতো।’

লাইভ টেকনোলজি প্রযোজিত ‘রঙবাজার’ সিনেমার গল্প লিখেছেন তামজিদ অতুল।
দুই বছর আগে নির্মিত হওয়া এ সিনেমাটি এবার প্রেক্ষাগৃহে আসছে।