আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা (বিএনপি) আন্দোলনের নামে হরতাল- অবরোধ ডেকে মানুষ হত্যা করেছে জনগন ইতিমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে।
এসময় তিনি আরও বলেন,আন্দোলনের নামে তারা অসংখ্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করছে ।
আজ শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ সব কথা বলেন।
বিশদলীয় জোটকে উদ্দিশ্য করে মন্ত্রী আরো বলেন, এরা নিজেদের মুসলিম ও ইসলাম পন্থি দাবি করলেও বিশ্ব ইস্তেমার সময় হরতাল-অবরোধ অব্যাহত রেখেছে। আন্দোলনের নামে তারা মসজিদে ঢুকে জায়নামাজ পুড়িয়েছিল, কোরআন শরিফ রাস্তায় ছুড়ে ফেলেছিল।
বিদ্যালয় কমিটির সভাপতি ঝালকাঠি জেলা প্রশাসক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।