ইরান সীমা অতিক্রম করেছে : ইসরায়েল

SHARE

ইরান তার সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেছেন, গতকাল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটির ওপর যে একাধিক হামলা হামলা চালিয়েছে ইসরায়েল, তার জবাবে ইরান ইসরায়েলের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে ইরান তার সীমা বা ‘রেড লাইন’ অতিক্রম করেছে। আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

এর আগে, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল যে, তারা ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালাতে যাচ্ছে।