হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় জানিয়ে ইরানকে রুবিওর পাল্টা হুঁশিয়ারি

SHARE

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি হামলার জবাবে যদি ইরান আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালায়, তবে তার পরিণাম ভালো হবে না। তিনি জোর দিয়ে বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় এবং ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।

রুবিও বলেন, ‘আমরা ইরানে হামলার সঙ্গে জড়িত নই এবং আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে থাকা আমেরিকান বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা। স্পষ্ট করে বলছি, ইরান যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা জনবলের ওপর আঘাত না হানে।

এর আগে ইসরায়েল ঘোষণা দেয়, তারা ইরানে হামলা চালিয়েছে। ওই সময় তেহরানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেন, ইসরায়েলের উচিত এমন হামলা না চালানো।

ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল যদি এখন হামলা চালায়, তবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সমঝোতার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা নষ্ট হয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, এই আলোচনায় একটি শান্তিপূর্ণ সমাধান খুবই কাছাকাছি ছিল। রবিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রুবিও জানান, ‘ইসরায়েল আমাদের জানিয়েছে, তাদের আত্মরক্ষার স্বার্থেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।’ তবে তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের এই হামলার প্রতি কোনো সমর্থন বা বিরোধিতা প্রকাশ করেননি।
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসন আমাদের বাহিনী রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন এবং আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।’

সূত্র : এএফপি