বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দলের এমন ব্যর্থতায় একের পর এক সমোলোনায় বিদ্ধ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং কোচ ওয়াকার ইউনিস।
সবচেয়ে বেশী সমালোচনাটা মনে হয় সাবেক পেসার ওয়াসিম আকরামই করছেন। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন, ওয়াকারের জায়গায় কোচ হতে চান তিনি।
তবে কোচ হতে চাইলেই হবেন না ওয়াসিম, পিসিবিকে তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে হবে। তখন যদি তিনি মনে করেন মিসবাহদের সঙ্গে কাজ করবেন, তাহলেই কোচ না হলে নয়।
পাকিস্তান ও ভারতের বেশকিছু গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।
ওয়াসিম আকরাম বলেন, আমাকে কোচ হিসেবে পেতে হলে প্রথমে বোর্ডকে আগ্রহ প্রকাশ করতে হবে। কিন্তু, এখনও আমার সাথে এ বিষয়ে কোন কথা বলেনি বোর্ডের দায়িত্ব প্রাপ্তরা।
এদিকে, পাকিস্তান ক্রিকেটের টালমাটাল সময়ে সাবেক তারকারা পদের জন্য কাড়াকাড়ি করলেও, মহাসাগরের ওপার নিউজিল্যান্ডে ক্রিকেটের সবচেয়ে সেরা সময় দলের প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিলেন ব্রুস এডগার্ড।