দেশে জঙ্গি কর্মকাণ্ড যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড ‘অঙ্কুরেই’ যেন শেষ করা হয়।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সহিংসতাকে জঙ্গিবাদী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ইভটিজিং ও এসিড সন্ত্রাস যখন শুরু হয় তখন কঠোর শাস্তি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ঠিক একইভাবে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে নইলে এ সন্ত্রাস নিয়ন্ত্রণ করা যাবে না।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি হওয়াটা কূটনৈতিক সাফল্য। এ খাতের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।