অবসরে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ গোলরক্ষক

SHARE

গ্লাভস জোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোর স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ৪২ বছর বয়সি এই স্প্যানিশ গোলরক্ষক।

স্পেনের ২০১০ বিশ্বকাপ দলের স্কোয়াডে ছিলেন পেপে রেইনা। এছাড়াও স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও জিতেছেন নানান শিরোপা। অবশেষে ২৬ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পেপে।

বার্সেলোনার একাডেমী থেকে উঠে আসা রেইনা খেলেছেন লিভারপুল, ভিয়ারিয়াল, বায়ার্ন মিউনিখ, নাপোলির মতো ক্লাবে। ২০২৪ সালে কোমোতে যোগ দেন তিনি। তবে ৪২ বছর বয়সি এই গোলরক্ষককে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

অবসরের কথা জানিয়ে রেইনা বলেন, ‘খুবই চমৎকার একটি ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে, যেটা সবকিছুতে পরিপূর্ণ একটি অধ্যায়। যা কিছু অভিজ্ঞতা লাভ করেছি তার জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এমন ক্যারিয়ার আমি আশা করিনি, তবে আমার মনে হয়েছে, সময় এসেছে এবং অনুভব করছি, এখানেই ক্যারিয়ারের ইতি টানার।’