পিএসএলের এবারের আসর বাংলাদেশিদের নজরে ছিল রিশাদ হোসেনের জন্য। লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে আসর মাতাচ্ছিলেন রিশাদ। কিন্তু পাক-ভারত সংঘাতে পিএসএল বন্ধ হয়ে গেলে দেশে ফেরার পর আর পিএসএলে ফেরা হয়নি রিশাদের। এই মুহূর্তে তিনি বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলছেন। তবে লাহোরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চুকেবুকে যায়নি। বিরতির পর নতুন করে শুরু হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন সাকিব আল হাসান। এছাড়া প্লে-অফ পর্বে লাহোরের হয়ে খেলতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকেও।
শেষের রাগিণী শোনা যাচ্ছে পিএসএলে। এরই মধ্যে লিগ পর্বের খেলা শেষ। এখন অপেক্ষা প্লে-অফ পর্বের। চার দলের প্লে-অফে প্রথমে শীর্ষ দুই দল লড়বে প্রথম কোয়ালিফায়ারে। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে হবে এলিমিনেটর। এলিমিনেটরে জয় পাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।
এরই মধ্যে নিশ্চিত হয়েছে প্লে-অফের চার দল। প্লে-অফের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজই (বুধবার)। কোয়েটা গ্লাডিয়েটর্সের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। পরাজিত দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে।
তার আগে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) এলিমিনেটর খেলতে মাঠে নামবে সাকিব-মিরাজের লাহোর কালান্দার্স। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। এই ম্যাচে যারা জয় পাবে তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার্সে পরাজিত দলের বিপক্ষে। ম্যাচটি আগামী শুক্রবার (২৩ মে) মাঠে গড়াবে। প্লে-অফের সবক’টি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
করাচির বিপক্ষে লাহোরের ম্যাচটা বাংলাদেশিদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারতো, যদি না লিটন দাস ইনজুরিতে না পড়তেন। করাচির হয়েই খেলার কথা ছিল টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়কের।