ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। মঙ্গলবার (২০ মে) এই গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, ইসরাইলি নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া মার্কিন সরকারের মধ্যেও মতবিরোধ আছে যে, তারা শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা।
বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি। জাতীয় নিরাপত্তা পরিষদও মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
এদিকে, ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাস থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও না।
তবে গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তি আরও বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছায় যেখানে দেশটির সমস্ত ইউরেনিয়াম অপসারণ করার কথা বলা হয়নি, তাহলে হামলার সম্ভাবনা বেশি থাকবে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক চুক্তির জন্য তেহরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সিএনএন জানায়, নতুন গোয়েন্দা তথ্যটি ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ইসরাইলি যোগাযোগ এবং ইসরাইলি সামরিক গতিবিধির পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা হামলার ইঙ্গিত দিতে পারে।
অন্যদিকে, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার দাবি ‘অতিরিক্ত এবং আপত্তিকর।’ এ নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, নতুন পারমাণবিক চুক্তির আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খামেনি।
সূত্র: রয়টার্স