‘চক্কর ৩২০’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়

SHARE

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম অভিনীত ক্রাইম থ্রিলার ‘চক্কর ৩২০’। নির্মাতা শরাফ আহমেদ জীবন জানিয়েছিলেন, হলের সংখ্যা কম হলেও দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। ছবিটি ধীরে ধীরে মানুষ পছন্দ করতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার
‘চক্কর ৩২০’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।

মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘ছবিটির গল্প ও অভিনয় মানুষকে ধীরে ধীরে স্পর্শ করছে। এরই প্রেক্ষিতে এবার ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি দর্শকরা ছবিটি উপভোগ করবেন।

মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর-৩০২’ আগামী ২৫ মে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে। এতে আরো অভিনয় করেছেন তারিন জাহান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত, রওনক হাসান, সারাহ আলম, নিকিতা নন্দিনী শিম, মুন, বুশরা, শান, আরিয়ানসহ অনেকেই!

সিনেমাটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় তাকে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

বঙ্গজ ফিল্মস-এর পরিবেশনায় অস্ট্রেলিয়ার ৬ টি প্রেক্ষাগৃহে সিনেমাটির ৭ টি শো চলবে।
নির্মাতা জানালেন এরইমধ্যে টিকিটের বুকিং শুরু হয়ে গেছে। সেখানে বসবাসরত বাঙালিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন।