আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন চুক্তি সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। সৌদি ক্লাবটিতেই ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনার কথা বেশ কয়েকবার জানিয়েছিলেন এই পর্তুগিজ। কিন্তু তিন মৌসুমেও ক্লাবটির হয়ে সাফল্যের দেখা না পাওয়াতেই কি তবে ধৈর্যচ্যুতি ঘটল পর্তুগিজ মহাতারকার? আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিতের পর থেকেই গুঞ্জন জোরাল হয়েছে ক্লাব ছাড়ার। রোনালদোর ক্লাব ছাড়ার সেই গুঞ্জন এবার নতুন করে ডালপালা মেলেছে।
আল নাসরের জার্সিতে রোনালদো গোলের পর গোল করে চলেছেন। চলতি মৌসুমে সৌদি লিগে তার চেয়ে বেশি গোল করতে পারেননি কেউই। গত মৌসুমেও তিনিই জিতেছেন লিগের গোল্ডেন বুট। কিন্তু একবারও শিরোপা হতে তুলতে পারেননি তিনি। গতবার আল হিলাল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে আল নাসর।
এই মৌসুমে ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রোনালদোর দল। ম্যাচ বাকি আর মাত্র দুটি। আগামী মৌসুমে যে চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের জায়গা হচ্ছে না নিশ্চিত হয়ে গেছে তা। নেই আসন্ন ক্লাব বিশ্বকাপেও। ফলে যা হওয়ার তাই হয়েছে। আল নাসরে হতাশা চেপে বসেছে রোনালদোর ওপর।
আগামী ৩০ জুন আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোনালদোর। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকাকে ফের লোভনীয় চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে ক্লাবটি। রোনালদোও প্রাথমিকভাবে সম্মত হয়েছিলেন। কিন্তু গণমাধ্যমের খবর, সেই চুক্তির আলোচনা আপাতত স্থগিত রেখেছেন তিনি। নতুন গুঞ্জন হচ্ছে, আল নাসর তো বটেই, সৌদি আরবই ছাড়ছেন রোনালদো।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ব্রাজিলের একটি ক্লাবের প্রস্তাব পেয়েছেন রোনালদো। আসন্ন ফিফার ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগকে ‘টোপ’ হিসেবে কাজে লাগিয়ে পর্তুগিজ মহাতারকাকে দলে টানতে চায় সেই ক্লাবটি। তবে ক্লাবটির নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
এবারের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের মোট চারটি দল অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। ক্লাবগুলো হলো–বোতাফাগো, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স এবং পালমেইরাস। মার্কার দাবি সত্য হলে এই চারটি ক্লাবের যেকোনো একটির থেকে প্রস্তাব পেয়েছেন তিনি।
তবে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রোনালদোর অংশ নেয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। প্রথমত, রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি আছে ৩০ জুন পর্যন্ত। অন্যদিকে ২৭ জুনই ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হবে। সেই হিসেবে ফ্রি ট্রান্সফারে ব্রাজিলের ক্লাবে যোগ দিলে এই পর্তুগিজ শুধু তখনই এই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যদি তার দল গ্রুপ পর্ব পার হতে পারে। এছাড়া রোনালদোর উচ্চ পারিশ্রমিক দেয়ার মতো ক্ষমতাও এই ক্লাবগুলোর নেই। সে ক্ষেত্রে বিশ্বকাপে খেলতে চাইলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি করেই ক্লাব বদলাতে হবে এই ৪০ বছর বয়সীকে।
রোনালদোর ব্রাজিলের ক্লাবে যোগ দেয়ার গুঞ্জনে বোতাফাগোর কোচ রেনাতো পাইভা বলেন, ‘বড়দিন ডিসেম্বরে আসবে…কিন্তু যদি সে আসে, তার মতো তারকাকে কেউ ‘না’ বলতে পারবে না। আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি শুধু এই প্রশ্নের উত্তর দিতে পারি। তবে আমি যেটা বলি, কোচ সবসময় সেরাটা চায়। রোনালদো এমনকি এই বয়সেও একজন গোলমেশিন। এমন একটা দল, যারা সুযোগের পর সুযোগ তৈরি করতে পারে, তাদের জন্য সে ভালো পছন্দ হতে পারে।’