আনুষ্ঠানিকভাবে এখনও ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেননি কার্লো আনচেলত্তি। আগামী ২৪ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লিগের শেষ ম্যাচের পর ব্রাজিলে যাবেন এই ইতালিয়ান কোচ। তবে এরই মধ্যে নতুন দল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি। জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ সামনে রেখে দল গোছাচ্ছেন আনচেলত্তি।
দীর্ঘ ২৪ বছরের খরা ঘুচিয়ে হেক্সা মিশনকে সফলতা দেখাতে ঐতিহ্য ভেঙে কার্লো আনচেলত্তিকে কোচ বানিয়েছে ব্রাজিল। ছয় দশকের বেশি সময়ের মধ্যে তিনিই ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। কিংবদন্তি এই ইতালিয়ান কোচের প্রথম অ্যাসাইনমেন্ট জুনে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ। সেই দুই ম্যাচের জন্য দল অনেকটাই ঠিক করে ফেলেছেন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান।
ইনজুরির কারণে ১৬ এপ্রিলের পর আর সান্তোসের হয়ে মাঠে নামতে না পারা নেইমারকে নিয়েই নাকি বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এমন খবরই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে। সান্তোসের প্রথম একাদশের হয়ে অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই নতুন ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামতে পারেননি নেইমার। ঝুঁকি নিয়েই তাকে স্কোয়াডে রাখার কথা ভাবছেন আনচেলত্তি।
আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা না হলেও গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির প্রথম দলে ফ্লামেঙ্গোর ৬ ফুটবলার জায়গা পাচ্ছেন। তারা হলেন–দানিলো, ওয়েসলি, লিও আর্টিজ, অ্যালেক্স সান্দ্রো, গেরসন ও পেদ্রো। এছাড়া ক্রুজেইরোর ফ্যাব্রিসিও ব্রুনো ও করিন্থিয়াসের গোলরক্ষক হুগো সৌজাও দলে থাকতে পারেন। তবে বড় চমক হতে পারেন অস্কার। চীনের ঘরোয়া ফুটবলে নাম লেখানোয় ২০১৬ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই মিডফিল্ডারকে। চলতি মৌসুমে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে যোগ দেয়া অস্কারকেও জাতীয় দলে ডাকছেন আনচেলত্তি।
দলে চমক থাকতে পারে আরও। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে এই মৌসুমে আলো ছড়ানো ফরোয়ার্ড ইগর পাইজাও। চলতি মৌসুমে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট করে তার ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই ২৪ বছর বয়সী। তার পুরস্কার হিসেবে জাতীয় দলে অভিষেক হতে পারে পাইজাওয়ের।
প্রাথমিক দলে প্রায় ৫০জন ফুটবলারকে ডাকতে পারেন আনচেলত্তি। তাদের নিয়েই আগামী ২ জুন প্রথমবার অনুশীলন করবেন তিনি। সেখান থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে রিয়ালে তার শিষ্য ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, সাবেক শিষ্য ক্যাসেমিরো, বার্সেলোনার তারকা রাফিনিয়ারও নিশ্চিতভাবে ডাক পাওয়ার কথা।
আগামী ৬ জুন এস্তাদিও মনুমেন্টাল বাঙ্কো পিচিঙ্কায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ জুন করিন্থিয়াস অ্যারেনায় প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।