২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন ইন্তেকাল করেছেন। ব্র্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ল্যাবএইড হসপিটাল-এ চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সোয়া তিনটায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
বাংলাদেশ ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান জানিয়েছেন, গত ২৯ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩০ এপ্রিল তাকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে ১ মে ল্যাবএইড হসপিটালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায়ই আজ তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবার ও পার্টির নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।