বাগান করতে যারা ভালোবাসেন তাদের প্রতি এবার ভারতের বিজেপি সরকারের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর পরামর্শ, গাছে পানি দিতে ব্যবহার করুন নিজের প্রস্রাব। দিল্লিতে নিজের বাসভবনে বাগান দেখভালের জন্য নাকি মন্ত্রী নিজের মূত্রই ব্যবহার করেন। এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি স্বয়ং। মন্ত্রীর বক্তব্য, প্রস্রাব ব্যবহার করলে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়।
নাগপুরে সেচ ব্যবস্থা নিয়ে একটি আলোচনা সভায় মন্ত্রী জানিয়েছেন, গাছের বৃদ্ধির জন্য তিনি মূত্র একটি পাত্রে ধরে রাখেন। তারপর মালিরা সেই মূত্র গাছের গোড়ায় দেন। নিতিন গড়করির কথায়, ‘আমি ৫০ লিটার প্রস্রাব একটি ক্যানে ধরে রাখি। মালিদের বলি এই মূত্র দিয়েই গাছে পানি দিতে। আমি দেখলাম, গাছের বৃদ্ধি বেড়ে গিয়েছে।’
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিতে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের পাশাপাশি রসিকতাও শুরু হয়েছে বিস্তর। গড়করির মন্তব্যে তৈরি হওয়া বিতর্ক চাপা দিতে বিজেপি নেতৃত্বের বক্তব্য, কৃষকরা জমিতে সার দিতে বহু বছর ধরেই মানুষের বর্জ্য ব্যবহার করে আসছে। এই নিয়ে বিতর্কের কিছু নেই।