যমুনা অভিমুখী সড়কে পুলিশি ব্যারিকেড

SHARE

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে তারা শাহবাগ ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান নেন।

এদিকে, আন্দোলন কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। রাত ১০টায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

এর আগে শাহবাগে গণজমায়েত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

হাসনাতের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে।

জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সংহতি জানিয়ে এ বিক্ষোভে যোগ দেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা।