উত্তর কোরিয়া বৃহস্পতিবার পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে অন্তত একটি ‘অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এর মাত্র এক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া নতুন একটি যুদ্ধজাহাজের পরীক্ষা চালিয়েছিল, বিশ্লেষকদের মতে জাহাজটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার উপযোগী।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, ‘পিয়ংইয়ং পূর্ব সাগরে অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’ তারা আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এই উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নৌবাহিনীর জাহাজগুলোকে দ্রুত পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেন। তখন দেশটি নতুন একটি যুদ্ধজাহাজে সংযুক্ত অস্ত্রব্যবস্থার পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।
গত মাসে উত্তর কোরিয়া ৫ হাজার টন ওজনের ‘চোয়ে হিয়ন’ নামের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ উন্মোচন করে। জাহাজটি স্বল্প-পাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা যেতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
উল্লে্খ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে, কারণ ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হলেও শান্তিচুক্তি হয়নি। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গত বছর উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ ধ্বংস করে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত মাইন পুঁতে সীমান্ত সুরক্ষা জোরদার করে।
সূত্র : এএফপি