ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, সিটি থেকে তার বিদায়ের পর তিনি কোচিং থেকে কিছু সময় বিরতি নেবেন, তবে কখন অবসর নেবেন তা এখনও নিশ্চিত নন।
গার্দিওলা গত নভেম্বরে সিটির সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেন। যার মাধ্যমে তার সিটিতে থাকা ২০২৭ সালের জুন পর্যন্ত বৃদ্ধি পায়। চুক্তি পূর্ণ হলে ৫৪ বছর বয়সী গার্দিওলা সিটির সঙ্গে ১১ বছর কাটাবেন।
এর আগে তিনি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ ম্যানেজার বলেন, ‘সিটির সঙ্গে আমার চুক্তি শেষ হলে আমি থামব। আমি নিশ্চিত। আমি অবসর নেব কি না জানি না, তবে আমি কিছুদিন বিরতি নেব।
’
শুক্রবার স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা আরো বলেছেন, ‘আমি বলিনি যে আমি এখনই চলে যাব বা এই মৌসুম শেষে বা চুক্তি শেষে চলে যাব। আমি বলেছি, এখানে আমার সময় শেষ হলে—সেটা এক, দুই, তিন, চার বা পাঁচ বছর পরই হোক—আমি বিরতি নেব। আমি অবসর নেব না, কিন্তু বিরতি নেব।’
গার্দিওলার অধীনে সিটির ইতিহাসে সবচেয়ে সফল সময় কাটছে।
তার দল গত ৯ বছরে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে, পাশাপাশি ২০২২-২৩ সালে ট্রেবল জেতার মধ্য দিয়ে ক্লাবের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়েছে।
এই মৌসুমে সিটি আগের মতো পারফর্ম করতে পারেনি এবং বাকি চার ম্যাচ নিয়ে তারা এখন টেবিলে তৃতীয় স্থানে আছে।
গার্দিওলা বলেন, ‘আমাকে কিভাবে স্মরণ করা হবে, আমি জানি না। লোকেরা যেভাবে চায়, সেভাবে স্মরণ করুক। সব কোচই জিততে চান, যাতে একটি স্মরণীয় কাজ থাকে।
কিন্তু আমি বিশ্বাস করি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং সিটির ভক্তরা আমার দলগুলোর খেলা দেখে মজা পেয়েছে।’
‘আমাদের কখনই এই চিন্তা করে বাঁচা উচিত নয় যে আমাদেরকে স্মরণ করা হবে কিনা। আমরা মারা গেলে আমাদের পরিবার দুই-তিন দিন কাঁদে, তারপর সব শেষ—আপনি ভুলে যাবেন। কোচদের ক্যারিয়ারে ভালো-খারাপ দুটোই থাকে, গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোদেরকে বেশি দিন স্মরণ করা হয়।’