জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা-সমালোচনা করে থাকেন। মূলত গায়িকা হলেও জেফার সাম্প্রতিক সময়ে অভিনেত্রী হিসেবেও নিজেকে জাহির করছেন।
কিছুদিন আগেই তাঁকে দেখা গেছে শিহাব শাহীনের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে। এতে একটি গানও গেয়েছেন। সেটি অন্তর্জালে ছড়িয়েছে বেশ। এ ছাড়া রোজার ঈদের ছবি ‘দাগি’তেও রয়েছে তাঁর গাওয়া গান।
তবে গত এক বছরে নিজের চ্যানেল থেকে গান করেননি জেফার। সে বিরতি পেরিয়ে গতকাল রাতে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করলেন নতুন গান ‘তীর’। এ গানের সুরও করেছেন জেফার নিজেই। কথা ও সংগীতায়োজনে আদিব কবির।
জেফার জানান, ভয়ের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার বিষয় নিয়ে সাজানো গানটি। বছর চারেক আগে গানটির প্রথম সুর করেছিলেন তিনি। কিন্তু সংগীতের কাজ সম্পন্ন করেছেন গেল বছর। এবার তা প্রকাশ্যে এলো।
২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে।
বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি। সেই সঙ্গে গুটি গুটি পায়ে অভিনয়েও নিজেকে পাকাপোক্ত করছেন জেফার।