দেম্বেলের গোলে ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি

SHARE

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিস পিএসজির কাছে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই ওসমান দেম্বেলের গোলে পিছিয়ে পড়ে মিকেল আর্তেতার দল। শেষ পর্যন্ত ওই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ঘরের মাঠে হেরে লিগের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল আর্সেনালের।

ম্যাচ শুরুর আগে এমিরেটস স্টেডিয়ামে আলো ও আতশবাজির ঝলকানিতে সাজানো হয় দুর্দান্ত পরিবেশ। কিন্তু সেই উত্তাপ যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় চতুর্থ মিনিটে দেম্বেলের নিচু শটে করা গোলে। খাভিচা কাভারেস্কেলিয়ার পাস থেকে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের শুরুর দিকে একের পর এক আক্রমণে আর্সেনালকে চাপে ফেলে দেয় পিএসজি।
তরুণ তারকা দিয়াসার ডউ’র একটি শট ঠেকিয়ে আর্সেনালকে রক্ষা করেন গোলরক্ষক দাভিদ রায়া। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরলেও গোলের দেখা পায়নি মিকেল আর্তেতার দল।

প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে একটু একটু করে ম্যাচে ফিরতে শুরু করে আর্সেনাল। তবে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ছিলেন অপ্রতিরোধ্য।
গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং লিয়ান্দ্রো ত্রোসার্দের দুটি শট চমৎকারভাবে ঠেকিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডেকলান রাইসের ফ্রি-কিক থেকে মিকেল মেরিনোর হেডে বল জালে ঢুকলেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে গোল বাতিল হয়। পিএসজিও কয়েকটি সুযোগ হাতছাড়া করে। ব্রাডলি বারকোলা একবার বল বাইরে মারেন, আর গঞ্জালো রামোসের শট লাগে বারপোস্টে। দুটি গোল পেলে আরো এগিয়ে যেতে পারত পিএসজি।
তবে লিড বাড়াতে না পারলেও শেষ পর্যন্ত আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে এটাই স্বস্তির প্যারিসের ক্লাবটির জন্য।

এই হারে পরের বুধবার দ্বিতীয় লেগে প্যারিসে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে আর্সেনালকে। যদিও আর্তেতার শিষ্যরা কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্নাব্যুতে। আপাতত এটা ভেবে কিছুটা নির্ভার থাকতে পারে আর্সেনাল।