চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

SHARE

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে মঙ্গলবার ২২ জন নিহত ও তিনজন আহত হয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। অনলাইনে প্রকাশিত ফুটেজে ভয়াবহ আগুনে পুরো ভবনটি আগুনে জ্বলতে দেখা গেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্যানুসারে, রাজধানী বেইজিং থেকে প্রায় ৫৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিয়াওইয়াং শহরে দুপুরের খাবারের সময় আগুনের সূত্রপাত হয়।
এতে ২২ জনের মৃত্যু ও তিনজন আহত হয়।

চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বলেন, এই অগ্নিকাণ্ড ‘গুরুতর প্রাণহানি’ ঘটিয়েছে এবং এর শিক্ষা ‘গভীরভাবে গুরুত্বপূর্ণ’। সিসিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, শি চিনপিং ‘আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা, নিহতদের উপযুক্তভাবে শেষকৃত্য সম্পন্ন ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো, অগ্নিকাণ্ডের কারণ দ্রুত নির্ধারণ ও আইন অনুযায়ী দায় নিরূপণের’ নির্দেশ দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ও এএফপির যাচাই করা ফুটেজে দেখা গেছে, দুই তলার রেস্তোরাঁটি দাউ দাউ করে পুড়ছে এবং আকাশের দিকে ঘন কালো ধোঁয়া উঠছে। ডউইনে (চীনে টিকটকের সংস্করণ) প্রকাশিত অন্যান্য প্রামাণ্য ভিডিওতে দেখা গেছে, একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে এবং অগ্নিনির্বাপণকর্মীরা পানির পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আরো একটি ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁর বাইরে এক ডজনেরও বেশি ফায়ার ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

চীনে দুর্বল নির্মাণবিধি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার অবহেলার কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে এমন বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। চলতি মাসেই উত্তর চীনের হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়। জানুয়ারিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমের ঝাংজিয়াকৌ শহরের একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত ও ১৫ জন আহত হয়। এর আগের মাসে পূর্ব চীনের রংচেং শহরের একটি নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়।