ইউরোপে যাওয়ার পথে লিবীয়ায় ৫০০ অভিবাসী আটক

SHARE

libiyaaaলিবীয় কোস্টগার্ড রোববার প্রায় ৫০০ অভিবাসী বহনকারী পাঁচটি নৌযান আটক করে সমুদ্র উপকূলে নিয়ে এসেছে। এসব অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। অভিবাসীদের অধিকাংশ আফ্রিকার নাগরিক বলে জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা।

আটক এসব অভিবাসীকে বাসে করে মিসরাতা নগরীর বিভিন্ন নিরাপত্তা কেন্দ্রে নেয়া হচ্ছে

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, ‘আমরা আবারও ইউরোপে যাওয়ার চেষ্টা করবো। এ ক্ষেত্রে হয় আমরা ইউরোপে যাবো, না হয় মরবো।’

কর্নেল রেদা ইসা বলেন, ওই পাঁচটি নৌযানে থাকা অধিকাংশ অধিবাসী আফ্রিকার নাগরিক। তাদেরকে কোস্টগার্ডের একটি সামরিক জাহাজে করে সমুদ্র উপকূলে আনা হয়।

সমুদ্র উপকূলে প্রায় সাড়ে আট নটিক্যাল মাইল দূরে এসব নৌযান আটক করা হয়।
উল্লেখ্য, আফ্রিকা, সিরিয়া ও লিবিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শত শত অভিবাসী ভাগ্যের সন্ধানে ক্রমবর্ধমান হারে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছে।