মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এতটাই ব্যস্ত যে ফার্স্ট লেডি মেলানিয়ার ৫৫তম জন্মদিনের জন্য উপহার কিনতে পারেননি। তাই তিনি মেলানিয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানেই একটি রোমান্টিক ডিনারের আয়োজন করেছেন। খবর এনডিটিভি ও ডেইলি মেইলের।
শুক্রবার ট্রাম্প ও মেলানিয়া রোমে যান পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে।
তবে ইতালির রাজধানীর কোনো ট্রাটোরিয়াতে ডিনার করার বদলে তারা সোজা আমেরিকায় ফিরে যাবেন।
৭৮ বছর বয়সী ট্রাম্প স্বীকার করেছেন, এটা সবার কাছে আদর্শ জন্মদিন উদযাপন নাও হতে পারে।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় ট্রাম্প বলেন, কাজের মধ্যেই মেলানিয়ার জন্মদিন অতিবাহিত হচ্ছে।
দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর রোমে ট্রাম্পের এটি প্রথম বিদেশ সফর।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন পূর্ণ হওয়ার মুহূর্তে তিনি শুল্কসহ ইউক্রেন, ইরান ও গাজা ইস্যুতে চুক্তি করার চেষ্টা করছেন, তাই অন্য কিছুর জন্য সময় বের করা সম্ভব হয়নি।
তিনি বলেন, আমি উপহার কেনার সময় পাইনি, খুব ব্যস্ত সময় যাচ্ছে।
জন্মদিন উপলক্ষে মেলানিয়াকে ডিনারে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জবাব দেন, ‘আমি তাকে বোয়িং-এ ডিনারে নিয়ে যাচ্ছি—আমি তাকে এয়ার ফোর্স ওয়ানে ডিনারে নিয়ে যাচ্ছি।’
পরে ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি তার স্ত্রীকে আবার সাংবাদিকদের সামনে পাঠিয়ে দেবেন যেন নিজেই কথা বলেন।
এর আগে ট্রাম্প দম্পতিকে ওয়াশিংটনের বাইরে একটি এয়ারবেস থেকে একসঙ্গে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়।