ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

SHARE

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে আজ শনিবার তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনা হবে। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমানের উদ্দেশে তেহরান ছাড়ার কথা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আরাগচি। শনিবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

এএফপির খবরে বলা হয়, গত ১২ এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থতায় এর আগে মাস্কট ও ইতালির রোমে দুই দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে আরাগচি বলেছেন, তারা শনিবারের আলোচনা গুরুত্বের সঙ্গে শুরু করবেন। যদি অন্যপক্ষও গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেয়, তাহলে আলোচনায় অগ্রগতির আশা রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন।