বার্সার ট্রেবল পুরণে বাধা ইন্টার এবং মাদ্রিদ

SHARE

মেস কে উন ক্লাব অথাৎ মোর দ্যান এ ক্লাব বলা হচ্ছিলো ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্লাবের কথা। ফুটবল ডি ক্লাব বার্সেলোনা। ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল বার্সেলোনা যেনো হান্সি ফ্লিকের আন্ডারে বদলে গেছে সেই ২০১৫ সালের মতো। বার্সার এই সিজনে ট্রেবলের দেখা পেতে হলে উতরাতে হবে কিছু জিনিস।

লা-লীগায় বর্তমানে টেবিল টপার বার্সেলোনা। ৩৩ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট মিয়ে আছে টেবিলের শীর্ষে। অন্যদিকে একই ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৬৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। এখনো স্পষ্ট নয় কে হবে এবারের লা-লীগা টাইটেল হোল্ডার।
বার্সার যদি পচা শামুকে পা না কাটে তাহলে রিয়ালের বিপক্ষে জিতেই বার্সা করবে লা-লীগা জয়ের পর বুনো উল্লাস। আগামী ১১ মে লা-লীগার গুরুত্বপুর্ণ ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সা সেই ম্যাচ বার্সা জিতে গেলেই কোনো বাধা থাকবে না লা-লিগার জন্য।

লা-লীগার পর আসে কোপা দেলরে। দীর্ঘ ১১ বছর পর কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সা এবং রিয়াল।
আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে এই মৌসুমের শেষ দুই ম্যাচে বার্সার বিপক্ষে তিক্ত স্বাদ আছে কর্তোয়া এম্বাপ্পেদের। এবারের কোপার ফাইনালে বার্সার বিপক্ষে অনেকটা সেই আগের স্মৃতি নিয়েই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।