
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়ার বউবাজার এলাকায় ডোবার ওপর তৈরি টিনের দোতলা বাড়িটি দেবে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বেলা সাড়ে ৩টার দিকে বাড়িটি দেবে যায়। আটকে পড়াদের উদ্ধারে কাজ ৩টি ইউনিট কাজ করছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।