
সাজাপ্রাপ্ত মাজনুর মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুয়ালী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মাজনুর নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল রূপ দিয়ে প্রতারণার চেষ্টা করছিল। অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড দেন।
বুধবার মাজনুরকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।