এপ্রিলের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ডলার রেমিট্যান্স

SHARE

চলতি বছরের এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৯৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চলতি মাসের ১২ দিনে প্রতি দিনে প্রবাস আয় এলো আট কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬ ডলার।
যা আগের মাস এপ্রিলে আসা সর্বোচ্চ প্রবাস আয়ের চেয়ে কিছুটা কম। আগের মাস মার্চে প্রবাস আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

মার্চে দিনে প্রবাস আয় এসেছিল ১০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে এপ্রিলের প্রবাস আয় কিছুটা কমেছে।

মার্চের প্রবাস আয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাস আয় এসেছে ৩৯ কোটি ৬৮ কোটি ৪০ লাখ ডলার।

রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ২৮ লাখ ৮০ ডলার।

বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে ৫৯ কোটি তিন লাখ ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার।