সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে জিতেছে আল নাসর। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাইজ সেলেমানির গোলে এগিয়ে যায় আল রিয়াদ। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ঘরের মাঠে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে আল নাসর।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফাইজ সেলেমানির গোলে এগিয়ে যায় আল রিয়াদ। বিরতির ঠিক আগ মুহূর্তে গোল হজম করে চাপে পড়ে যায় আল নাসর। তবে বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়াতে একেবারেই সময় নেয়নি আল নাসর। ৫৬তম মিনিটে সাদিও মানের গোলমুখে বাড়ানো বল দারুণ এক টোকায় ফাঁকা জালে পাঠান রোনালদো।
এর মাত্র ৮ মিনিট পর প্রতিপক্ষের ক্লিয়ার করা বল বক্সের ঠিক প্রান্তে পেয়ে প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান ৪০ বছর বয়সী রোনালদো। বলটি সোজা গিয়ে লাগে পোস্টের ওপরের কোনায়।
এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো। এর আগে আল হিলালের বিপক্ষেও করেছিলেন জোড়া গোল।
চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ জোড়া গোলের ম্যাচ। লিগে টানা চার ম্যাচসহ পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো।
এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭২টি। হাজার গোলের স্বপ্নের মাইলফলক ছোঁয়ার দিকেও তিনি এগিয়ে গেলেন আরও দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩৩টি।