আগামী সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের টিকিট পেতে পাকিস্তানে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
ছয় দলের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ফেভারিট হয়েই নামবেন নিগাররা। দুই দলের শক্তিমত্তা ও পরিসংখ্যানেও এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আইরিশ মেয়েদের বিপক্ষে ফল হওয়া সাতটি ওয়ানডের ছয়টি জিতেছে বাংলাদেশ।
একমাত্র হারটি এক যুগের বেশি সময় আগের।
গত নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার স্মৃতি নিয়ে আজ মাঠে নামবেন ফারজানা হক-শারমিন আক্তাররা। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের অবস্থা আরো শক্ত হবে বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জেতায় এখন দ্বিতীয় স্থানে আছেন নিগাররা।