পাকিস্তানের গুজরাট জেলায় এক মাতাল বন্ধুর গুলিতে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। কুঞ্জাহ শহরের চাকগিলে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর ডননিউজের।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে অভিযুক্ত লিয়াকত এবং তার দুই বন্ধু আশরাফ ও শাকিল গ্রামের একটি বাড়িতে মদপান করে। এক পর্যায়ে মাতাল লিয়াকত পিস্তল বের করে তার দুই বন্ধুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দু’জন গুরুতর আহত হন।
গুলির শব্দ পেয়ে আশরাফের ভাই মুশতাক এবং বিলাল নামে একজন ছুটে আসে। এ সময় লিয়াকতের গুলিতে ওই দু’জন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, আজিজ ভাট্টি শহীদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় আশরাফের মৃত্যু হয়েছে।
কুঞ্জাহ পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পরপরই পুলিশকে খবর দিলে তারা লুকিয়ে থাকা অবস্থায় লিয়াকতকে গ্রেফতার করে।
নিহত বিলালের চাচা আশরাফ গোন্দাল পেনাল কোডের ৩২৪ ও ৩০২ ধারায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, লিয়াকতের এক ভাইয়ের বিরুদ্ধেও তিনজনকে হত্যার মামলা রয়েছে। পাঁচ বছর আগে ওই মামলা নথিভুক্ত করা হয়।