আধুনিকতাই বাধ সাধল কঙ্গনার পথে। সেলুলয়েডের পর্দায় আর মীনা কুমারী হওয়া হয়ে উঠলনা তার। “আভিজাত্য, সাবেকিকতা ও দৃঢ়তার মোড়কে আবৃত এক আসামান্য চরিত্র আমার ছোট আম্মি। তাই তার চরিত্র অভিনয় করতে গেলে অভিনেত্রীকেও অবশ্যই হতে হবে সেই মাপের। তাই আমার মনে কঙ্গনা এই চরিত্রের জন্য ঠিক নয়, একটু বেশিই আধুনিক” প্রকাশ্যে মীনা কুমারীর চরিত্রের জন্য কঙ্গনাকে তার না পাসন্দ জানিয়েদিলেন, এই ছবির প্রযোজক ও মীনা কুমারির সৎ ছেলে আমরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার আম্মির চরিত্রের জন্য এখনও আমি কাউকে পছন্দ করে উঠতে পারিনি। কিন্তু এটা বলতে পারি কঙ্গনা এই চরিত্রে নেই”।
তিনি বলেন, “বয়সের মাপকাঠিতে এই চরিত্রের জন্য তিন নায়িকা থাকবেন। তার মধ্যে দু’জন একেবারে নতুন, তাকে আপনারা এই ছবিতেই প্রথম দেখতে পাবেন। আর তৃতীয় নায়িকা বেছে নেওয়া হবে ইন্ডাস্ট্রি থেকে।তবে কে সেটা এখনও ঠিক হয়নি।”