যমুনা সেতু‌তে ২৪ ঘণ্টায় ৯১৬১ মোটরসাইকেল পারাপার

SHARE

ঢাকা-টাঙ্গ‌াইল-যমুনা সেতু মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ নেই। অনেক অং‌শে ফাঁকা র‌য়ে‌ছে মহাসড়‌ক। ফ‌লে এবার ঈদযাত্রায় স্ব‌স্তি মি‌লে‌ছে উত্তরের মানু‌ষের। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দি‌য়ে ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে।
এর বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

এতে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি ও ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি।

এদি‌কে মহাসড়‌কে গণপরিবহ‌নের সংক‌টে ঈদে ঘ‌রে ফেরা মানুষজনের ভরসা খোলা ট্রাক ও পিকআপ। এতে ঝুঁকি থাক‌লেও বাধ‌্য হ‌য়ে যে‌তে হচ্ছে যাত্রী‌দের।
ত‌বে বরাবরের মতোই বাড়‌তি ভাড়া নেওয়ার অ‌ভি‌যোগ যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কের সা‌র্ভিস লেন খু‌লে দেওয়ায় চার‌লে‌নের সু‌বিধা পাওয়ায় যানজটের সৃ‌ষ্টি হয়‌নি।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, মহাসড়‌কে প‌রিবহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে কোথাও যানজট বা চাপ নে‌ই।