মাদ্রিদ ডার্বির গাঁট না-খুলতে পারায় অখুশি রিয়াল কোচ কার্লো অ্যান্সেলোত্তি৷ সাত বারের সাক্ষাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ৷ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল-অ্যাটলেটিকো লড়াই গোল শূন্য হওয়ায় রোনাল্ডোদের অপেক্ষা আরও দীর্ঘ হলো৷
রোনাল্ডো-বেলদের প্রচেষ্টা বারবার থেমে যায় অ্যাটলেটিকো গোলকিপার জ্যাক অবল্যাকের দস্তানায়৷ রিয়াল কোচ অ্যান্সেলোত্তি বলেন, ‘ম্যাচে কোনও গোল না-হওয়ায় হতাশ৷ তবে প্রথমার্ধে আমরা দারুণ ফুটবল খেলেছি৷ সার্বিক ভাবে ম্যাচের ফলাফলে খুশি না-হলেও প্রথমার্ধের দলের পারফরম্যান্সে আমি খুশি৷ ফিরতি লিগে ঘরের মাঠে প্রথমার্ধের পারফরম্যান্সটাই রিপিট করতে চাই৷’
২২ এপ্রিল ফিরতি লিগে ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিরুদ্ধে নামবে রিয়াল৷ ম্যাচের চার মিনিটে বেলের শর্ট আটকে হিরো হয়ে যান অ্যাটলেটিকো গোলরক্ষক অবল্যাক৷ অ্যান্সেলোত্তি বলেন, ‘দারুণ সেভ! প্রথমার্ধে অ্যাটলেটিকোর গোলকিপার ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷গ্যারেথ ভালো খেলেছে কিন্তু আমাদের গোল পাওয়া উচিত ছিল৷’