সাকার ও মুজাহিদের আপিল শুনানি ২৮ এপ্রিল পর্যন্ত মুলতুবি

SHARE

saka mujahidমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আসামিপক্ষে পৃথক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার  সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবীর অসুস্থতা দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং প্রস্তুতি নেই কারণ দেখিয়ে সালাহউদ্দিনের পক্ষে আট সপ্তাহের সময় আবেদন করা হয়।আদালত তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদ এবং একই বছরের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে একই বছরের ১১ আগস্ট মুজাহিদ এবং ২৯ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরী খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন।v

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আসামিপক্ষে পৃথক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার  সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবীর অসুস্থতা দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং প্রস্তুতি নেই কারণ দেখিয়ে সালাহউদ্দিনের পক্ষে আট সপ্তাহের সময় আবেদন করা হয়।আদালত তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদ এবং একই বছরের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে একই বছরের ১১ আগস্ট মুজাহিদ এবং ২৯ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরী খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন।ccccccc