খেলোয়াড়-কোচরা কেউই বোনাস পাওয়ার যোগ্য নন, বলছেন গার্দিওলা

SHARE

সর্বশেষ কয়েক বছর স্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। ক্লাবকে শিরোপা এনে দেওয়ার পুরস্কার হিসেবে বোনাসে পকেট ভরেছে খেলোয়াড়সহ কোচিং স্টাফদের। সঙ্গে পারিশ্রমিক তো ছিলোই।

তবে ম্যানসিটির সেই সুসময় এখন অতীত।
বর্তমান মৌসুমে ছন্নছাড়া একদল তারা। একে একে সব মেজর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা। এমনকি সর্বশেষ চার মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলা টুর্নামেন্টে এবার শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে।

এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে যারপরনাই হতাশ সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
তাই এবারের মৌসুমে যদি দল ক্লাব ফুটবল কাপে চ্যাম্পিয়নও হয় তবুও তারা বোনাস পাওয়ার যোগ্য নন বলে মনে করেন তিনি। আগামী পরশু বোনমাউথের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন স্প্যানিশ কোচ।

বোনাসের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘এই মৌসুমে আমরা এটা পাওয়ার যোগ্য নই। আমরা কেউই বোনাস পাওয়ার যোগ্য নই।
যদি জিতি জানি না কত পাবো তবে এটা ক্লাবের। ম্যানেজার, ব্যাকরুম স্টাফ এবং খেলোয়াড়রা কেউ পাওয়ার মতো যোগ্য নয়।’ ক্লাব বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে তারা ১ হাজার ৫১৬ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার টাকা পাবে।