ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ আর শহরে থাকবেন না কিং খান! এটা আবার হয় নাকি? ম্যাচের এক দিন আগেই, গতকাল কলকাতায় পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান।
কলকাতা বিমানবন্দরে কিং খান পৌঁছতেই চারদিকে ভক্তদের চিৎকার। তিনিও নিরাশ করেননি। ভক্তদের দিকে ফ্লাইং কিস দেন।
হাতও নাড়েন। গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দেন।
শাহরুখ বেশির ভাগ ম্যাচেই থাকার চেষ্টা করেন। তবে এবার প্রথম ম্যাচেই থাকছেন।
এবার শুরুতেই ইডেনে কেকেআর বনাম আরসিবির ম্যাচ।
তবে বহু প্রতীক্ষার ১৮তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বৃষ্টির জন্য আটকে রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে সিএবি এবং কেকেআর কর্তৃপক্ষ।
জানা গেছে, অনুষ্ঠানসূচি অনুযায়ী সন্ধ্যা ৬.১১-তে মাঠে ঢুকবেন শাহরুখ খান।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি, বক্তব্য রাখবেন ২ মিনিট। এর পর ৬.১৩ মিনিটে মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল। এরপর ৬.৩০ মিনিটে মঞ্চে আসবেন বলিউড তারকা দিশা পাটানি। তারপর পারফর্ম করবেন কর্ণ আউজলা। উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন।
এর আগে গত মৌসুমে কেকেআর ও আরসিবি ম্যাচ শেষে বিরাট কোহলিকে নিয়ে ঝুমে জো পাঠান গানে নেচেছিলেন শাহরুখ। এবারও তেমনই দৃশ্যের অপক্ষা।