ঢাবি আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ডিজিটাল আইডি কার্ড

SHARE

du logoঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্যদের ( ১ জুলাই ২০১২ তারিখ থেকে অন্তর্ভুক্ত) মধ্যে যারা এখনো ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করেননি তাদের  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ থেকে ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নিজে অথবা ক্ষমতার্পণ পত্রসহ বাহকের মাধ্যমে অফিস চলাকালীন কার্ড সংগ্রহ করা যাবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  ১ জুলাই ২০১২ তারিখের আগে যারা আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত, তাদের ডিজিটাল আইডি কার্ড নিতে হলে রেজিস্ট্রেশন নম্বর, মায়ের নামসহ যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখপূর্বক দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ২০০ (দুই শত) টাকা ফি দিয়ে ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।