ব্রাজিলে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ

SHARE

brazil13ব্রাজিলের বিভিন্ন স্থানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। তারা বলছে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র চালিত তেল কোম্পানি পেট্রোবাসের সাথে ঘুষ লেনদেনে জড়িত।

প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এই অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া অ্যাটর্নি জেনারেলের করা এক তদন্তে তিনি খালাস পেয়েছেন এরআগে।

বিরোধী রাজনৈতিক দল বলছে বেশির ভাগ ঘুষের কারবার হয়েছে যখন দিলমা রৌসেফ তেল কোম্পানিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যদিও তিনি খালাস পেয়েছেন তারপরেও বিক্ষোভকারীরা মনে করেন প্রেসিডেন্ট অবশ্যই এই কেলেঙ্কারির কথা জানতেন।

পুলিশ বলছে প্রায় সাত লক্ষের মত মানুষ রাস্তায় বিক্ষোভ করছে তবে বিক্ষোভের আয়োজনকারীরা বলছেন এর সংখ্যা ১৫ লক্ষের বেশি।

বিক্ষোভকারীরা অনেকেই হলুদ রংয়ের পোশাক পরেছে যেটা দেশটির জাতীয় ফুটবল দলের পোশাক। হাতে রয়েছে ব্রাজিলের পতাকা।

তাদের অনেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে সেখানে লেখা ‘দিলমা আউট’ এবং ‘করাপ্ট গভর্নমেন্ট’।– বিবিসি