গত কয়েকমাস নিজের দুর্বল ফর্মের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দায়ী করলেন ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস এন্ডারসন। তিনি বলেছেন, তার মনে হয়েছে তারা (আইসিসি) সব সময়ই আক্রমণাত্মক বোলার ও স্লেজিং করা খেলোয়াড়দের শাস্তি দেয়ার পথ খুঁজছে, যে কারণে তিনি নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি।
নিজের স্বাভাবিক আগ্রাসন দেখাতে পারলে বিশ্বকাপে আরো বেশি সাফল্য পেতেন বলে মনে করছেন এন্ডারসন। গত বছর ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে দুর্ঘটনার পর থেকে তার আগ্রাসী মনোভাব কিছুটা কমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে এন্ডারসন বলেন,‘ ওই ঘটনার পর পর থেকে অবশ্যই আমি বদলে গেছি এবং এটা সম্ভবত বিশ্বকাপে আমাকে প্রভাবিত করেছে।’
এ ঘটনা ভারতের বিপক্ষে সে সিরিজে আমার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি কারণ সে সময় সত্যিকারার্থেই জয়ের জন্য দৃঢ় মনোভাব ছিল। শীর্ষে থাকার পরও আমি আগ্রাসী ছিলাম।
কিন্তু বিশ্বকাপের সময় একটা বদ্ধ মূল ধারণা ছিল- আইসিসি নজর রাখছে।
‘সুতরাং আমরা (এডিলেডে) শেন ওয়াটসনের বিরুদ্ধে পাকিস্তানী ওয়াহাব রিয়াজের বিখ্যাত স্পেলটি দেখলাম এবং এরপর তাদের জরিমানা করা হলো। এটা আপনাকে চুপসে দেবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে আবারো নিজের আসল চেহারায় ফিরতে চান বলে জানান এন্ডারসন।
তিনি আরো বলেন, ‘আমার কাছ স্বাভাবিকভাবে যেটা চলে আসে- তা হলো আগ্রাসন। এবং আমি মনে করছি অতীতে এটা আমার জন্য কাজে এসেছে। অবশ্যই আপনাকে সীমা এবং খেলাটির স্পিরিটের মধ্যে থাকতে হবে। তবে আমি মনে করি বিশ্বকাপে আমার উপর এর প্রভাব পড়েছে।’