স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে : পুলিশ সুপার

SHARE

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শনিবার (১৫ মার্চ) আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া মামলায় এ পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

রবিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সদর থানায় ওসির কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ৮ বছরের শিশু ধর্ষণের মামলার অন্যতম আসামি হিটু শেখ ছাড়াও বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে ফরেনসিকের জন্য সিআইডিকে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ রাতে ৮ বছরের ওই শিশু ধর্ষিত হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির নিকটবর্তি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রমজানের ছুটিতে শনিবার মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়।
ঢাকার সম্মিলিত সামরিক হাপাতালে বৃহস্পতিবার সে মারা যায়। এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে মামলা করেছিলেন আছিয়ার মা আয়েশা আক্তার।