পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ অভিনেত্রী ভাগ্যশ্রী। মারাত্মক চোট পেয়েছেন, যার জেরে অভিনেত্রীর কপালে মোট ১৩টি সেলাই পড়েছে। খবরটি অনুরাগীদের সঙ্গে নিজেই শেয়ার করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
সেখানেই দেখা গেল, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন ভাগ্যশ্রী। ভ্রুয়ের কাছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন।
পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন কেউ। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।
খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তার আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, ‘ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।’
আজও যে ছবি বলিউডের প্রথম প্রেমের প্রতীক, সেই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয় করে রীতিমতো বাজিমাত করেন ভাগ্যশ্রী। এই ছবি করার পর দর্শকদের কাছ থেকে তিনি ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ তকমা পেয়েছিলেন। পরবর্তীতেও অবশ্য অফারের কমতি ছিল না ভাগ্যশ্রীর কাছে।
বলিউডে তার ভবিষ্যৎ ছিল বেশ উজ্জ্বল। কিন্তু প্রযোজক-পরিচালকদের সব অফার ফিরিয়ে দেন সালমান খানের নায়িকা।