মাহমুদ উল্লাহর বিদায়ে যা বললেন মাশরাফি-তামিম-সাকিব-মুশফিকরা

SHARE

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ রিয়াদ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংস্করণকে বিদায় বলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে ফুলস্টপ দিলেন তিনি। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমরা শুভকামনা জানিয়েছিলেন তার বিদায়ে।

মাহমুদউল্লাহর বিদায়ের ঘোষণায় এক সময়ের সতীর্থ মাশরাফি বিন মোর্তজা লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ।
তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরো অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ।
তবে আশা করি, তুকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’

তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন! রিয়াদ ভাই।
অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য। আপনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের অনেকের জন্য প্রেরণা। আমরা যেসব মুহূর্ত ড্রেসিং রুমে কাটিয়েছি, সেগুলোর স্মৃতি চিরকাল মনে রাখব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আগামীর দিনগুলোর জন্য রইলো শুভকামনা।

মুশফিকুর রহিম লিখেছেন, ‘আপনার সাথে মাঠ ভাগ করে নেওয়া সত্যিই অনেক সম্মানের। আপনার দিকনির্দেশনার জন্য এবং অমূল্য স্মৃতি তৈরি করেছি তার জন্য ধন্যবাদ। আপনার অর্জনে আমি অত্যন্ত গর্বিত। মাশাল্লাহ! আপনার অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।’

স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছেন মাহমুদ উল্লাহ। বিদায় নিয়ে ফেসবুকে মাহমুদ উল্লাহ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ।’

মাহমুদ উল্লাহর বিদায়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায় কার্যত শেষ হয়ে গেল। সাকিব আল হাসান এখনো ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে না নিলেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় মাহমুদ উল্লাহর। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ২৩৯ ওয়ানডেতে রান করেছেন ৫৬৮৯। ৩২ ফিফটির বিপরীতে করা ৪ সেঞ্চুরিই করেছেন আইসিসির টুর্নামেন্টে। অন্যদিকে ৫০ টেস্টের বিপরীতে মাহমুদ উল্লাহ খেলেছেন ১২১ টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত সংস্করণে ৮ ফিফটিতে করেছেন ২৪৪৪ রান। আর অভিজাত সংস্করণে ৫ সেঞ্চুরিতে করেছেন ২৯১৪ রান। ফিফটি করেছেন ১৬টি। বল হাতে সব মিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।