সিবিএফ প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন রোনালদো

SHARE

গত ডিসেম্বরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন দেশটির কিংবদন্তি রোনালদো নাজারিও। উদ্দেশ্য হিসেবে বলেছিলেন ‘ব্রাজিলের ফুটবলের সম্মান এবং মর্যাদা পুনরুদ্ধার করা’। কিন্তু গতকাল বুধবার ঘোষণা করেছেন সিবিএফ-এর প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ ও দুবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম।
কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করছি।’

সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি প্রার্থী হওয়ার জন্য পর্যাপ্ত সমর্থন সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, বিশেষ করে আঞ্চলিক ফেডারেশনগুলির কাছ থেকে। তিনি উপলব্ধি করেছেন যে, বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের বিরুদ্ধে প্রার্থী হতে পারবেন না, যার সমর্থন প্রায় সব নির্বাচনী প্রতিনিধির কাছে রয়েছে।

রোনালদো তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘প্রথমবার যোগাযোগের পর ২৭টি আঞ্চলিক ফেডারেশনের মধ্যে ২৩টিই আমার প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছে।
যদি সিদ্ধান্ত গ্রহণকারীরা মনে করেন যে ব্রাজিলের ফুটবল ভালো মানুয়ের হাতে রয়েছে, তাহলে আমার চিন্তা কিছুই নেই।’

ফেডারেশনগুলো জানিয়েছে, তারা আগামী নির্বাচনে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে সমর্থন দেবে। কারণ তারা বর্তমান প্রশাসন নিয়ে সন্তুষ্ট।

সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে।
রোনালদো সরে দাঁড়ানোয় আগামী বছরের নির্বাচনে একমাত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এদনালদোর।