আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

SHARE

এক দিন আগেই আলিয়া ভাট জানিয়েছিলেন, তার স্বামী ও অভিনেতা রণবীর কাপুর ও আমির খানের মাঝে এক যুদ্ধ হতে যাচ্ছে। দুজন একসঙ্গে আসছেন পর্দায়। তখনই জানা যায়, খান-কাপুর মিলে একটি বিজ্ঞাপনে জুটি বাঁধছেন। তবে ভক্তদের জন্য চমক বাকিই ছিল বলা যায়।
গতকাল সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই চোখ ছানাবড়া সবার। শুধু আমির-রণবীরই নন, বিজ্ঞাপনে হাজির গোটা ভারতীয় ক্রিকেট টিম!

১২ মার্চ প্রকাশ্যে আসে বিজ্ঞাপনটি। আর প্রকাশ হওয়ার পরই ঝড় তুলে ফেলেছে। আলিয়া ভাটও বিজ্ঞাপনটির ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় এটি জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফরম ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু মজাটা শুরু হয় যখন ঋষভ বলেন, তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান! জবাবে মজার ছলে আমির বলেন, ‘শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!’ এরপর রণবীরের সঙ্গে দেখা হতেই আমির ভুল করে তাকে রণবীর সিং বলে বসেন। এতেই শুরু হয় আসল ঝামেলা! রণবীর রেগে গিয়ে বলেন, ‘আমি কিভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সালমান বলি?’ আমির মজার ছলে উত্তর দেন, ‘সালমান বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বোলো না!’ ঠিক তখনই পেছন থেকে আরবাজ খান বলে ওঠেন, ‘সোহেল বললেই পারতে!’

এখানেই শেষ নয়। রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে আমির খানকে উদ্দেশ করে বলেন, ‘উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!’ পাশে দাঁড়ানো জ্যাকি শ্রফ তখন তার আইকনিক ডায়ালগে বলেন, ‘বিরু, টিসু দাও… ইস্যু দিয়ো না!’

শেষে আমির খান বলেন, ‘এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!’ আর তা শুনেই রণবীর চিৎকার করে বলেন, ‘আমি শুনতে পাচ্ছি, কালা নই!’

এরপরই রণবীর-আমির লড়াইয়ের ঘোষণা দেন।
যেখানে আমির তার দলে টেনে নেন ঋষভ পান্তকে, রণবীর নেন রোহিত শর্মাকে। এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে মজা, নাটক আর রসিকতার ফুল প্যাকেজ দেখা গেছে। নেটিজেনদের মধ্যে এই বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে।