ভারতে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে নিহত ৭

SHARE

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। স্থানীয় সময় গতকাল রবিবার দিবাগত রাতে একটি প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ঘটনার বর্ণনা দিয়ে ডেপুটি পুলিশ সুপার গায়ত্রী তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, একটি পরিবারের সদস্যরা মিলে এসইউভি প্রাইভেট কারে (ট্যাক্সি সার্ভিস) মাইহারের দিকে যাচ্ছিল। আর সিধি থেকে বাহরি যাচ্ছিল একটি ট্রাক। এ সময় সিধি-বাহরি রোডের উপনি পেট্রল পাম্পের কাছে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, গতকাল রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনার খবর পেয়েছি।
এতে অন্তত সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। আহতদের মধ্যে ৯ জনকে পার্শ্ববর্তী রেওয়ায় স্থানান্তর করা হয়েছে। আর বাকিদের সিধি জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। কিভাবে এ দুর্ঘটনা, তার তদন্ত চলছে বলে জানিয়েছে সিধি জেলা পুলিশ।