৫ শতাংশ অর্থনৈতিক উন্নতির পরিকল্পনাসহ প্রতিরক্ষা ব্যয় বাড়াবে চীন

SHARE

পাঁচ শতাংশ অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা চীনের, ২০২৫ সালে এই লক্ষ্যমাত্রা স্থির করেছে চীন। ২০২৪ সালেও তারা একই পরিকল্পনা করেছিল। কিন্তু বাস্তবে তা সফল হয়নি।

একদিকে সেনাবাহিনীর আধুনিকীকরণ অন্যদিকে ভূরাজনৈতিক প্রতিকূলতা, চীনকে গত কয়েক বছর ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
কিন্তু তারা লক্ষ্যে অবিচল, চীনের আইনসভাকে সে কথাই আরেকবার মনে করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

২০২৫ সালে পাঁচ শতাংশ অর্থনৈতিক উন্নতির লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, বাস্তবে এই লক্ষ্যমাত্রা পূর্ণ করা খুব সহজ নয়। চীন কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াং পার্লামেন্টের প্রথম দিনের ভাষণে এই পরিসংখ্যান পেশ করেছেন।

ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে আমেরিকার নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্প প্রথমে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করেছিলেন। পরে তা বেড়ে ২০ শতাংশ হয়েছে। চীন এই পদক্ষেপকে স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখেনি।
আইনসভার অধিবেশনেও বিষয়টিকে কঠিন লড়াই হিসেবেই চিহ্নিত করা হয়েছে।