পিএসজিকে রুখতে প্রস্তুত লিভারপুল, বেনফিকাকে নিয়ে সতর্ক বার্সেলোনা

SHARE

প্যারিসে ব্লকবাস্টার ম্যাচে আজ পিএসজির মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর বেনফিকার মাঠে খেলতে যাবে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা। লিগ পর্বে ৯ গোলের এক থ্রিলার উপহার দিয়েছিল এই দুই জায়ান্ট। আজ রাতেও কি এমন রোমাঞ্চকর ফুটবলের প্রদর্শনী হবে বেনফিকার মাঠে? ওদিকে অল জার্মান লড়াইয়ে বায়ার্ন আতিথ্য দেবে লেভারকুসেনকে।
এ ছাড়া ফেইনুর্দের মাঠে খেলতে যাবে ইন্টার মিলান।

ঘরোয়া আসরে প্রায় অভিন্ন গল্প লিভারপুল ও পিএসজির। নিজ নিজ দেশের লিগ জেতা অনেকটা সময়ের ব্যাপার এই দুই জায়ান্টের। ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল এবারের চ্যাম্পিয়নস লিগেও দুর্বার।

নতুন ফরম্যাটের লিগ পর্বের শীর্ষ দল হিসেবে নকআউটে অলরেডরা। বিপরীতে প্লে অফের পরীক্ষায় উতরে শেষ ষোলোতে লিভারপুলের সামনে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে এর আগে দুবারের ভ্রমণে এসে প্রতিবারই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল অলরেডরা। অতীত সুখকর না হলেও নির্ভয়ে পিএসজির মাঠে নামছে অলরেডরা।
ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সমীহ করেই কোচ আর্নে স্লট বলছিলেন, ‘আমরা কি পিএসজিকে ভয় পাচ্ছি? আমরা কাউকে ভয় পাই না। তবে অবশ্যই আমরা ওদের সমীহ করি।’

গগনচুম্বী আত্মবিশ্বাস সঙ্গী করে বেনফিকার মাঠে নামছে বার্সেলোনা। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ—দুই জায়গাতেই মাঠে দারুণ সময় কাটাচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। ২০২৫ সালে এখনো কোনো ম্যাচ হারেনি কাতালানরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তারা অপরাজিত। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে আট ম্যাচে সর্বোচ্চ ২৮ গোল করেছিল বার্সা। এর মধ্যে বেনফিকার জালেও বল পাঠিয়েছিল পাঁচবার। কিন্তু ক্ষ্যাপাটে ম্যাচে সেদিন হজমও করেছিল চারটি। বেনফিকাকে নিয়ে তাই যথেষ্ট সমীহ কোচ ফ্লিকের কণ্ঠে, ‘ম্যাচটা কঠিন হবে। বেনফিকা ভালো খেলছে। আমি একদম ওদের সহজ প্রতিপক্ষ ভাবছি না।’

বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে সতর্ক লেভারকুসেন কোচ জাবি আলনসোও। তাঁর জমানায় খেলা ছয় ম্যাচে একবারও তাঁর দল হারেনি বায়ার্নের কাছে। তবে জার্মান লিগ আর চ্যাম্পিয়নস লিগের মাঝে যে আকাশ-পাতাল ফারাক, ইউরোপে বায়ার্নের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হওয়ার আগে তা সবাইকে মনে করিয়ে দিয়েছেন আলনসো, ‘আমরা ছন্দে আছি। বায়ার্নের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তা দেখাতেও চাই। তবে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ পুরোপুরি আলাদা। এখানে আবেগ নিয়ন্ত্রণ খুব দরকার।’ ইএসপিএন