আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। ফিরতি লেগের ম্যাচটি ঢাকায়, ১৮ই নভেম্বর। এই ম্যাচ দুটি আয়োজন নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহ সভাপতি ফাহাদ করিম।
আগামী ৫ মার্চ প্রস্ততি ক্যাম্প করতে সৌদি আরব যাবে বাংলাদেশ দল। এদিকে ভারতের ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিল পুরো দল। খবর, ভারতের ভিসার কাজ প্রায় সম্পন্ন। আজ-কালের মধ্যে পাসপোর্ট ফিরে পাবেন ফুটবলার ও কোচিং স্টাফ।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সভা নিয়ে বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম বলেছেন,’খুবই ইতিবাচক আলোচনা হয়েছে আমাদের মধ্যে। ফুটবল দিয়ে কীভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সেসব আলোচনা হয়েছে। আমরা শিলংয়ে গিয়ে খেলব, ওরা ঢাকায় আসবে। সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে কথা রয়েছে।