মুম্বাই হামলায় অভিযুক্ত রানাকে ভারতে পাঠাবে যুক্তরাষ্ট্র

SHARE

আদালতের নির্দেশ মেনে মার্কিন জেলে বন্দি ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাব্বুর রানাকে ভারতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি অনুমোদন করেছেন।

তিনি বলেছেন, তাহাব্বুর রানাকে ভারতে বিচারের মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন মোদি।

২৬/১১ মুম্বাই হামলার দোষী তাহাব্বুর রানাকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনকে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তাহাব্বুর রানা ২০০৮ সালের মুম্বাই হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বাকে সমর্থন করার অভিযোগও রয়েছে।
তাহাব্বুর রানা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র : স্ট্রিনজার এশিয়া।